মানুষ কত কিছুই-না খায়। বিভিন্ন ধরনের খাবারের মধ্যে কখনো কি একটি পাতা খেয়ে দেখেছেন, যে পাতায় লুকিয়ে রয়েছে জাদুকরীসব উপাদান।
পৃথিবীর আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে হাজারো পাতা। এই হাজারো পাতার মধ্যে একটি পাতাকে ডায়েট লিস্টে ঠাঁই দিতে পারেন। আর নিতে পারেন এর সব উপকারী গুণ।
পুষ্টিবিদদের মতে, বিভিন্ন পাতার মধ্যে অনন্য একটি পাতা হলো পানপাতা। এর যেমন ভেষজ বা আয়ুর্বেদ উপকারী রয়েছে, তেমনি বিভিন্ন ধরনের টোটকা এমনকি ব্ল্যাক ম্যাজিকেও কাজে লাগে এই পানপাতা।
আর বিয়েবাড়ি তো পানপাতা ছাড়া কল্পনাই করা যায় না। অতিথি আপ্যায়নে এ দেশের সংস্কৃতির একটি অংশ হয়ে রয়েছে পানপাতা।
কিন্তু আপনি কি জানেন পান পাতার অনেক ঔষধি গুণ রয়েছে? বিশেষজ্ঞরা বলছেন, পানপাতার রস মানুষের শরীরের জন্য দারুণ উপকারী।
পান পাতার রস মুখে মাউথ ফ্রেশনার হিসেবে কাজ করে। গোসলের পানিতে পানপাতার রস ডিওডোরেন্টের কাজ করে। শরীর থেকে দ্রুত পানি বের করার ক্ষমতা রয়েছে পানপাতার। তাই শরীরের বর্জ্য দ্রুত বের করতে পানপাতার একটু রস খেয়ে দেখতে পারেন।
পানপাতার রসে রয়েছে অ্যান্টি ফাংগাল এবং অ্যান্টি সেপটিক উপাদান। তাই শরীরের যেকোনো অংশ কেটে গেলে কিংবা ইনফেকশন হলে, যেকোনো ক্ষত নিরাময়ে এ পাতার রস উপকারে আসে।
যাদের হজম শক্তি কম, প্রায়ই পেটের গোলযোগে ভোগেন, তারা ছোট একটি পাতা চিবোতে পারেন। এর রস হজমশক্তি বাড়িয়ে খিদেও বাড়াতে সাহায্য করে।
সর্দি, কাশি কিংবা গলা খুশখুশ ভাব কমাতে এক গ্লাস হালকা গরম পানিতে পাঁচ মিলিলিটার পানপাতার রস মিশিয়ে ধীরে ধীরে খেতে পারে। আরাম অনুভব করবেন। অনেক গায়কই এই টিপস ফলো করে থাকে।
দ্রুত এনার্জি ফিরিয়ে মেন্টাল ফাংশনকে জোরদার করতে, মাথা ও কানব্যথা কমাতে, এমনকি ত্বকের যত্ন নিতে পানপাতার রসের জুড়ি নেই।
বাচ্চার জন্মের পর মায়েদের পানপাতার রস বিশেষ উপকারী। এই রস শরীরের ভ্যাজাইনা অংশটিকে সংকুচিত হতে সাহায্য করে। এমনকি ভ্যাজাইনাল ডিসচার্জ এবং ভ্যাজাইনাল ইচিংও সারিয়ে ফেলতে পারে জাদুকরী এই পানপাতার রস।
সূত্র: নিউজ ১৮ বাংলা
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply