বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

ব্যবসায়ী কিবরিয়া মিজির বিরুদ্ধে চক্রান্ত প্রমাণিত, সঠিক তদন্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কিবরিয়া মিজির সম্মানহানি করতে চক্রান্ত করছে একটি কুচক্রী মহল। সম্প্রতি ওই মহলটি সরকারি বিভিন্ন দপ্তরে এই ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মিথ্যে লিখিত অভিযোগ দেন শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি। যিনি নিজেকে শরীয়তপুর জেলার সখিপুর থানার কাঁচিকাটা এলাকার আরিফ হোসেনের পুত্র বলে আবেদনে লেখেন। কিন্তু স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার এই নামের কোন ব্যক্তির সন্ধান দিতে পারেননি। তারা খোঁজ করেও কাঁচিকাটা নামের কোন এলাকার সন্ধান পাননি। আর তাতেই প্রমানিত হয় কিবরিয়া মিজিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই কুচক্রী একটি মহল বেনামে মিথ্যে অভিযোগ দিয়ে যাচ্ছে সরকারি বিভিন্ন দপ্তরে৷ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবসায়ী কিবরিয়া মিজি চাঁদপুরের পুলিশ সুপার ও শরীয়তপুর জেলা প্রশাসক বরাবর এ বিষয়ে স্মারকলিপি প্রদান করেছেন। তিনি সেখানে তাকে নিয়ে শুরু হওয়া ষড়যন্ত্র প্রতিহত করতে অনুরোধ জানান ডিসি ও এসপি বরাবর।

কিবরিয়া মিজির আবেদনের প্রেক্ষিতে কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন একটি প্রত্যয়নপত্রে উল্লেখ করেন, শরীয়তপুর জেলার সখিপুর থানার কাঁচিকাটা একটি ইউনিয়নের নাম। এই ইউনিয়নে আরিফ হোসেনের পুত্র মোঃ শহিদুল ইসলাম নামের কোন ব্যক্তির অস্তিত্ব নেই। যা এলাকার স্থানীয় মেম্বার গ্রাম পুলিশের সমন্বয়ে তল্লাশি করে খোঁজ নেয়া হয়েছে।

এ বিষয়ে কিবরিয়া মিজি জানান, আমি সমাজের একজন সু-প্রতিষ্ঠিত ব্যবসায়ী। একটি কু-চক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত বহু দিন ধরে। যারা আমার বাধার কারনে এলাকায় মাদক, অস্ত্র, ভূমিদস্যুতা করতে পারছে না। তারাই বেনামে স্বাক্ষর করে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে যাচ্ছে। যার কোন ভিত্তি নেই। আমি ওইসব আবেদনের ভুয়া ব্যক্তিদের খোঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া মিজির বিরুদ্ধ মিথ্যা ও ষড়যন্ত্র ভিত্তিহীন অভিযোগকারী সেই শহিদুল ইসলামের সঠিক নাম ও ঠকানা তদন্তের মাধ্যমে অস্তিত্বহীন প্রমানিত করায়, কচুয়া, চাঁদপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী, মুন্সিগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার খায়রুল হাসান পি পি এম ও সখিপুর থানার অফিসার ইনচার্জ, এস আই নাজমুল ইসলাম সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞা প্রকাশ করেছেন কিবরিয়া মিজি।

গত ৪ ফেব্রুয়ারি  শরীয়তপুর জেলার সখিপুর থানার অফিসার ইনর্চাজ স্বাক্ষরিত একটি পুলিশ প্রতিবেদন কচুয়া, চাঁদপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার বরাবর দাখিল করেন উল্লিখিত থানার এস আই মোঃ নাজমুল ইসলাম। যার স্বারক নং ২২১, ২৯/২/২৩। পুলিশি এই প্রতিবেদনে উল্লেখ করেন,শহিদুল ইসলাম,( পিতা আরিফ হোসেন, সাং কাঁচিকাটা, সখিপুর, শরিয়তপুর) নামের অস্তিত্বহীন ও ভুয়া। কাঁচিকাটা ইউনিয়নে এই নামের কোন লোক খুঁজে পাওয়া যায়নি। এছাড়া এলাকার একাধিক নাগরিক শহিদুল ইসলাম নামে কাউকে চেনেন না। পুলিশ প্রতিবেদনে আরো উল্লেখ করেন, কাঁচিকাটা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন স্বাক্ষরিত এক প্রত্যয়নপত্রে উল্লেখ করেন যে, শহিদুল ইসলাম, পিতা আরিফ হোসেন, সাং কাঁচিকাটা, সখিপুর, শরিয়তপুর নামে কোন ব্যক্তি আমার ইউনিয়নের নাগরিক না। এই নামের ব্যক্তিকে আমি চিনি না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS