মিশরীয় উড়োজাহাজ লিজ নেয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক, প্রধান প্রকৌশলী এবং জিএমসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে দুদক সচিব মাহবুব হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন, বিমানের ফ্লাইট অপারেশনের পরিচালক ইশরাত আহমেদ, জিএম আবদুর রহমান ফারুকী ও প্রধান প্রকৌশলী কায়সার জামানসহ আরও ২৩ জন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালে পাঁচ বছরের চুক্তিতে ইজিপ্ট এয়ার থেকে বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ দুটি লিজ নেয় বিমান কর্তৃপক্ষ। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ফ্লাইট পরিচালনার পর একটির ইঞ্জিন বিকল হয়ে যায়। উড়োজাহাজটি সচল রাখতে ইজিপ্ট এয়ার থেকেই ভাড়ায় আনা হয় আরেকটি ইঞ্জিন। দেড় বছরের মাথায় নষ্ট হয় বাকি ইঞ্জিনটিও। উড়োজাহাজটি সচল রাখতে ইজিপ্ট এয়ার থেকে আবারও ভাড়ায় আনা হয় আরেকটি ইঞ্জিন। পরে ভাড়ায় আনা ইঞ্জিনও নষ্ট হয়ে যায়। সেই ইঞ্জিন মেরামত করতে যুক্তরাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠানে পাঠানো হয়। সে কারণে ইজিপ্ট এয়ার এবং মেরামতকারী কোম্পানি- উভয়কেই অর্থ দিতে হয়েছে বিমানকে। দুটি উড়োজাহাজের জন্য প্রতি মাসে বিমানকে ১১শ ৬১ কোটি টাকা করে ভর্তুকি দিতে হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply