বগুড়া প্রতিনিধি: চলতি অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় এক প্রশ্নপত্রে দুইটি বিষয়ের পরীক্ষার প্রশ্ন থাকার অভিযোগ উঠেছে। একই প্রশ্নে দুটি বিষয়ের প্রশ্ন থাকায় ওই প্রশ্নপত্রের অংশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা করছে।
রবিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশের সমাজবিজ্ঞান এবং বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি দুইটি বিষয়ে পরীক্ষা ছিল। একই প্রশ্নপত্রে দুটি বিষয়ের প্রশ্ন দেখা যায়।
এ ধরণের প্রশ্নে পরীক্ষার হলে মানসিক চাপের কারণ এবং অনেক সময় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে ফেইসবুকে পোস্ট করেছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান।
তিনি লিখেন,‘ আজকের “বাংলাদেশের সমাজবিজ্ঞান” এই প্রশ্নের “ক” বিভাগের উত্তর লেখার পর “গ” বিভাগ লিখতে নিয়ে আমার এক সহপাঠি বুঝতে পারে যে সে তার সাবজেক্ট ব্যাতিত একই পেপারে থাকা অন্য সাবজেক্ট এর “গ” বিভাগের প্রশ্ন উত্তর লিখে ফেলেছে।’
ওই পোস্টের কমেন্টে এক শিক্ষার্থী লিখেন ,‘আজকে আমি ক বিভাগের সব উত্তর বাংলাদেশের সমাজবিজ্ঞান থেকে লিখছি এবং গ ও ঘ বিভাগের উত্তর লিখছি বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি থেকে। ’
সরাকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মোসা. তাসরিফা ইসলাম বলেন, ‘শেষের ১ ঘন্টায় গিয়ে আমি আমার ভুল বুঝতে পারি,১ ঘন্টার মধ্যে খ বিভাগ থেকে ৪ টা ও গ বিভাগ থেকে ২ টা লিখছি। ’
মো. আরিফ শেখ বলেন, ‘আমি ভুল করে খ বিভাগের সমাজবিজ্ঞান না লিখে সমাজ ও সংস্কৃতির ২ টা লিখছিলাম। প্রশ্ন হাতে নিয়ে ওদের প্রশ্ন কেটে ফেলছি। পরে আমার প্রশ্ন লিখেছি। ’
তবে যদি প্রশ্নে থাকা ২টা বিষয় মাঝখানে কেটে আলাদা করে বিতরণ করা হতো তাহলে এ সমস্যা হতো না বলে দাবি করেন নাম প্রকাশে অনিচ্ছুক কক্ষ পরিদর্শকে থাকা এক শিক্ষক।
২০২১ সালের অনার্স দ্বিতীয় বর্ষের এই পরীক্ষা এ বছরের ২রা জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply