নিজস্ব প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা বিআরটিএ সীমাহিন অনিয়ম দুর্নীতির সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিককে পিটিয়েছে বিআরটিএর মেকানিক্যাল এসিস্ট্যান্ট ওবাইদুর রহমান, আজ সোমবার বিকাল ৪ টার সময় দৈনিক বাংলাদেশ সমাচার ও এস এফ টিভির ব্যবস্থাপনা পরিচালক এম সনজু আহমেদ ২০১৯ সালে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মোঃ আব্দুল্লাহ হক সহ কয়েকজনের তথ্য ও সংগ্রহ করতে গেলে বিআরটিএর সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা বিআরটিএ এর কর্মচারী মোঃ ওবাইদুর রহমান, ম্যাকানিকাল এসিসটেন্ট (বি আরটিএ) চুয়াডাঙ্গা এর কাছে যাওয়ার কথা বলে। এবিষয়ে বিআরটিএর মেকানিক্যাল এসিস্ট্যান্ট ওবাইদুর রহমান এর কাছে ড্রাইভিং লাইসেন্সের তথ্য জানতে চাইলে, তিনি বক্তব্য না দিয়ে হাতে থাকা মোবাইল ফোনটি দেখে , কোন কারণ ছাড়া মোবাইল ফোনটি কেড়ে নেন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন এবং কলার চেপে ধরে কিল ঘুষি মারেন। তাৎক্ষণিক গণমাধ্যম কর্মীরা বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কে জানায় এবং পুলিশ উপস্থিত হয়, এ বিষয়ে সঞ্জু আহমেদ চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এছাড়াও চুয়াডাঙ্গা বিআরটিএ ২০১৯/২০২০ সালে পরীক্ষায় উত্তীর্ণ ৭০০ ফাইল হারিয়ে গেছে এমন গুঞ্জন উঠেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply