নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকা থেকে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ জানুয়ারি) দুপুর ২টার দিকে ফাঁসিতলা ইউনিয়নের কাটা নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By: ECONOMIC NEWS