মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা প্রতিনিধি:
সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’ এ স্লোগান কে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্তরে বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান জুলফিকার মতিন স্বাগত বক্তব্য রাখেন। সভায় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ ও পুস্তক বিক্রয় ও প্রকাশনা সমিতির সভাপতি হারুন অর রশিদ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply