নিজস্ব প্রতিনিধিঃ অলিম্পিক এসোসিয়েশন বিওএ’র তত্ত্বাবধানে ও গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে আন্ত:উপজেলা শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ ২০২৩ (অনুর্দ্ধ-১৭) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. অলিউর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান, সাবেক এমপি আব্দুর রশিদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল ইসলাম, বিওএ প্রতিনিধি আমজাদ হোসেন মজনু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সংস্থার কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন, রকিবুল হক চৌধুরী, মাসুদুল হক মাসুদ, রকিবুল ইসলাম রিটন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে মোস্তাক আহমেদ রঞ্জু, এমারুল ইসলাম সাবিনসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক ফুটবল, ব্যাড মিন্টন, টেবিল টেনিস, দাবাসহ ৪টি বিভাগের ৪৫টি ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপের ৯০ জনকে পুরস্কার প্রদান করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply