হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ হরিপুরে আমবাগানে আমের মুকুল ফুটতে শুরু করেছে, মৌমাছির গুনগুন শব্দে মুখোরিত হয়ে উঠছে বাগান গুলো। আম চাষিদের মুখে হাঁসির ঝিলিক ফুটে উঠছে বলে জানা গেছে। পৌষমাসের কন কনে শীতেও গাছে মুকুল দেখা দিয়েছে।
দামোলের আবুল হাসান রনি আমবাগান মালিক The Economic News24 কে জানালেন যে, সাড়ে তিন বিঘা জমিতে আম বাগান আছে গত বছর তিন লক্ষ টাকায় বিক্রি করেছিলাম । এবছর পাঁচ লক্ষ টাকা দাম বলছে সব গাছে আম ধরবে তার পর বিক্রি করব বলে ভাবছি। অপর দিকে ঐ গ্রামের মোঃ হাসিমউদ্দিন দোকান্দার জানালেন যে, ২একর জমিতে আম বাগান আছে গত বছরের তুলনায় এবার বেশী দাম পাওয়া যেতে পারে। নাম প্রকাশ না করার শর্তে জনৈক আমবাগান মালিক জনালেন যে, অনেক দিন পরে একটি আমগাছে মুকুল আসায় আমি মনে করি এবছর প্রায় সব গাছে মুকুল
আসতে পারে প্রাকৃতিক দুর্যোগ থেকে আমবাগানের আম রক্ষা পেলে আমের ন্যায্য দাম পেলে সেই টাকা দিয়ে বিবাহিত কন্যার দায়দেনা ও ব্যাংকের দায়দেনা পরিসদ করার কথা ভাবছি।অপর দিকে বীরগড় গ্রামের রানা চৌধুরীর The Economic News 24. comকে জানান যে,এ বছর আবহা ভালো পৌষ/মাঘ মাসে বৃষ্টি হলে আমের মুকুল ও ফলন ভালো হয়। গত বছরের তুলনায় এ বছর আমের ফুল ও ফল ভালো হতে পারে । দাম ও ভালো পাওয়া যেতে পারে।
আমের জাত আমরুপালি ১২৯ হেক্টোর, ফজলি আম ৪ হেঃক, লাংড়া ৯ হেঃক, গোপালভোগ ১০ হেঃক, সূর্যাপুরী ১৮ হেঃক, নিলাম্বরী ৮ হেঃ ক বারী চার ১০ হে এক, হাড়ি ভাঙ্গা ১২ হেঃক, হিমসাগর ১ হেঃক, আশ্বিনা ৪ হেঃকটর। আমবাগান মোট ২১৪ হেক্টোর এব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোঃ রুবেল হুসেন এর সহিত যোগা যোগ করলে দিন কাল কে বলেন যে, এবছর এখন পর্যন্ত আবহাওয়া ভালো আমের ফলোন ভালো হতে পারে । দামোও ভালো পাওয়াযেতে পারে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply