নিজস্ব প্রতিনিধিঃ হাড় কাঁপানো ঠান্ডা বাতাস, আর কনকনে শীতে জবুথুবু দিনাজপুরের মানুষ। তিনদিন ধরে এই জেলায় দেখা নেই সূর্যের আলোর। ফলে আগুন জ্বালিয়ে তাপ পোহাতে হচ্ছে ছিন্নমূল মানুষদের। এছাড়া প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে যাচ্ছেন না কেউ। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন এই অঞ্চলের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন।
শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিলো ৯৭ শতাংশ। দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান জানান, আজ সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ। গতকাল শুক্রবার একই সময় তাপমাত্রা ছিলো ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৫ শতাংশ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply