নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে পরিবহন ধর্মঘটের কারণে রংপুর থেকেও বগুড়া-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ১০ দফা দাবি আদায়ে রাজশাহীতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ঢাকা বিভাগীয় ধর্মঘটের কারণে শুক্রবার রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বগুড়া-রাজশাহী রুটে কোন বাস ছেড়ে যায়নি।
শুক্রবার (২ ডিসেম্বর) কেন্দ্রীয় সিটি বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, রাজশাহী রুটের বেশির ভাগ যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। কাউন্টারগুলো থেকে বন্ধ রয়েছে টিকিট বিক্রি। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
সোহান নামের এক যাত্রী বলেন, পাবনা যাওয়ার জন্য টার্মিনালে এসেছিলাম। এখানে এসে শুনি পরিবহন ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। তাই ভাবছি অটোরিকশা বা অন্য কোন উপায়ে বগুড়া-নাটোর হয়ে পাবনা যাওয়ার।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা অলস সময় পার করছেন। শ্রমিকরা বলছেন বাস চলাচল বন্ধ থাকায় আয় রোজগার বন্ধ রয়েছে তাদের।
রংপুর রাজশাহী রুটে চলাচল করা বসুন্ধরা পরিবহনের ড্রাইভার জাব্বার আলী বলেন, বাস চলাচল বন্ধ থাকায় গতকাল থেকে কোন রোজগার করতে পারিনি। আগামীকালও বাস বন্ধ থাকবে অর্থাৎ আগামীকালও আয় রোজগার হবে না। তবে রংপুর বিভাগের আন্তঃজেলা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
হানিফ এন্টার প্রাইজের কাউন্টার ম্যানেজার হুমায়ুন আহমেদ ও রাসেল মিয়া বলেন, রাজশাহীতে পরিবহন ধর্মঘটের কারণে রংপুর থেকেও বগুড়া-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ থাকলেও রংপুর থেকে ঢাকামুখী সব গাড়ি যথা সময়ে চলাচল করছে। পরিবহন ধর্মঘটের প্রভাব এখানে পড়েনি।
উল্লেখ্য সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন, মহাসড়ক বা আঞ্চলিক মহাসড়কে অবৈধ ত্রি-হুইলার চলাচল বন্ধ, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসন ও পুলিশি হয়রানি বন্ধ করাসহ ১০ দফা দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগের আট জেলায় এ ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply