বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
লভ্যাংশ ঘোষণা আরডি ফুডের লভ্যাংশ ঘোষণা ইনটেকের লভ্যাংশ ঘোষণা এমবি ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ ঘোষণা ড্যাফোডিল কম্পিউটারের লভ্যাংশ ঘোষণা কনফিডেন্স সিমেন্টের লভ্যাংশ ঘোষণা মনোস্পুল বাংলাদেশের ট্রেনে পাথর নিক্ষেপ, মামলা প্রত্যাহারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন উর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে আইএফআইসি ব্যাংক-এ “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর জন্মোৎসবে কবি-সমাজকর্মীদের মিলনমেলা গণমাধ্যম ও পুলিশের সহযোগিতায় পথশিশু আব্দুল খালেক ফিরলো আপন নীড়ে, উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়ালেন চুয়াডাঙ্গার এসপি ও সমাজসেবা কর্মকর্তা

২৪ ডিসেম্বর ২২তম জাতীয় সম্মেলন আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৮ অক্টোবর) গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল ৪টায় দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে একগুচ্ছ ইস্যু নিয়ে কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়।

এদিকে, তারিখ নির্ধারণের পর দ্রুত সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের নির্দেশও দেন শেখ হাসিনা। এসময় আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘২২তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায় বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ব্যয় কমাতে হবে। খরচ কমানোর জন্য আয়োজনটাও হবে সাদামাটা।’

জানা গেছে, একগুচ্ছ ইস্যু নিয়ে আওয়ামী লীগের আজকের কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়। আগে থেকেই ধারণা করা হচ্ছিল- দলটির জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ হতে পারে।

আজকের বৈঠকে ঘোষণা আসতে পারে চার সহযোগী ও দুই ভ্রাতৃপ্রতিম সংগঠন- ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগের সম্মেলনেরও। এছাড়া দলটির জাতীয় সম্মেলনের আগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের দুই শাখার সম্মেলনের তারিখও নির্ধারণ হতে পারে এ বৈঠকে।

অন্যদিকে ডিসেম্বরে রংপুর সিটি নির্বাচন, বিএনপির আন্দোলন নিয়ে নিজেদের সাংগঠনিক কর্মসূচিসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। আসবে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও নানা দিকনির্দেশনাও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS