পুরোনো ক্লাব জুভেন্টাসকে বিদায় বলেছেন। নতুন ক্লাব এ এস রোমায় ফিরে কেবল দারুণ ছন্দ খুঁজে পেয়েছিলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড পাওলো দিবালা। এরমধ্যেই ঘটলো বিপত্তি, গতরাতে বাঁ ঊরুর চোটে পড়েছেন তরুণ এই স্ট্রাইকার। ধারণা করা হচ্ছে, গুরুতর ইনজুরিতে পড়েছেন দিবালা। এমনকি শুরুর আগেই শেষ হয়ে যেতে পারে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের বিশ্বকাপ।
রোববার রোমার মাঠে খেলতে নামার পর একটি গোলও পান দিবালা। কিন্তু ৫০ মিনিটের মাথায় বিপক্ষ দলের খেলোয়াড়ের মারাত্মক ফাউলের শিকার হন। এরপর চোট মারাত্মক মনে হলে আহত হয়ে মাঠ ছাড়তে হয় দিবালাকে।
দিবালার ইনজুরি নিয়ে খেলা শেষে রোমা কোচ হোসে মরিনহো বলেন, ‘এটা খুবই খারাপ। এটা মারাত্মক, তারপরও আমি আশা করি মেডিক্যাল পরীক্ষায় এটা যেন খুব বেশি গুরুতর না হয়। তবে খুবই বাজে ফাউলের শিকার হয়েছে সে। আমি ডাক্তার নই, তবে অভিজ্ঞতা থেকে বলছি এটা দিবালা ও আর্জেন্টাইনদের জন্য খারাপ কিছু হতে পারে।’
মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না পাওলো দিবালার সর্বশেষ অবস্থা। তবে কাতার বিশ্বকাপ ফুটবল শুরুর দুই মাস আগে এমন ইনজুরি আর্জেন্টাইন সমর্থকদের জন্য নিঃসন্দেহে বড় এক দুশ্চিন্তার কারণ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply