বগুড়ার শেরপুরে মর্তুজা কাওসার অভি (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মর্তুজা কাওসার অভি উপজেলার খন্দকার পাড়ার মৃত ফুয়ার ছেলে।
জানা গেছে, সন্ধ্যায় স্থানীয় একটি গ্যারেজে মোটরসাইকেল ঠিক করতে দিয়ে দাঁড়িয়ে ছিলেন অভি। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় অভিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দল এবং পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেলের মর্গে রয়েছে। এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply