ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) ‘জ্যাকপট’ পেয়েছে বাংলাদেশ। আগামী চার বছরে ৩৫টি টেস্ট খেলবে বাংলাদেশ। আর এই চার বছরে ৬৫টি ওয়ানডে ও ৬৩টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। কাদের বিপক্ষে বাংলাদেশ কখন, কোথায় এবং কোন সময়ে খেলবে- সেটা জানা গেছে আইসিসি প্রকাশিত সূচিতে।
২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত বাংলাদেশ দলই সবচেয়ে বেশি ওয়ানডে খেলবে। এই চার বছরে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।
সেই সঙ্গে পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি করে টেস্ট সিরিজ পাবে বাংলাদেশ। সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ খেলবে ১৬৩টি ম্যাচ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply