শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

টি-টোয়েন্টিকে বিদায় বললেন তামিম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২

গত ২৭ জানুয়ারি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ৬ মাসের বিরতি নিয়েছিলেন তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনারের বিরতি শেষ হতে এখনও দশ দিন বাকি। তবে বিরতির সময় শেষ হওয়ার আগেই টি-টোয়েন্টিকে বিদায় বললেন তামিম।

বাঁহাতি এই ওপেনার সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। কোভিডের পর খেলা শুরু হলেও জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে দেখা যায়নি তাকে। শুরুর দিকে চোটের কারণে টি-টোয়েন্টি খেলা হয়নি তার। চোট কাটিয়ে ফিরলেও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি তার।

তরুণদের সুযোগ দিতে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম। এরপর সর্বশেষ জানুয়ারিতে ৬ মাসের বিরতির ঘোষণা দেন বাঁহাতি এই ব্যাটার। যদিও থেমে থাকেনি তামিমের টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা। বিরতি কাটিয়ে তামিম আবারও জাতীয় দলে ফিরবেন কিনা, তা নিয়ে প্রায়শই প্রশ্নের মুখের উত্তর দিতে হয়েছে বোর্ড কর্তাদের।

এদিকে বিরতি শেষ হওয়ার আগে টি-টোয়েন্টিকে বিদায় জানালেন তামিম। নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি। পোস্টে তামিম লিখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

বাংলাদেশের জার্সিতে ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তামিম। যেখানে ২৪.০৮ গড় এবং ১১৬.৯৬ স্ট্রাইক রেটে ১ হাজার ৭৫৮ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। ৭ হাফ সেঞ্চুরির সঙ্গে একটি সেঞ্চুরিও রয়েছে তার। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS