ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪জন, আওয়ামী লীগের বিদ্রোহী একজন ও জাতীয় পার্টির একজন নির্বাচিত হয়েছেন।গত বুধবার রাতে সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। এতে চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন, কঞ্চিপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত সোহেল রানা শালু (নৌকা), উড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রভাষক গোলাম মোস্তফা কামাল পাশা (নৌকা), উদাখালী ইউনিয়নে জাতীয় পার্টি মনোনিত আল আমিন (লাঙ্গল), গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী খোরশেদ আলী খান (চশমা), ফুলছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত আজহারুল হান্নান (নৌকা), এরেন্ডাবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত আব্দুল মান্নান আকন্দ (নৌকা)। ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সোবহান এ নিশ্চিত করেছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply