জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশারের মেয়াদ শেষ হয়েছে গত বছরই। মেয়াদ শেষ হওয়ার পরও নির্বাচকের দায়িত্ব পালন করছেন তারা দুজন। তাদের সঙ্গে রয়েছেন আরেক নির্বাচক আব্দুর রাজ্জাক।
বিসিবির মিটিং শেষে আরও এক দফা বাড়ানো হয়েছে নান্নু-বাশারদের মেয়াদ। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের সভার একটি আলোচ্য বিষয় ছিল জাতীয় দলের নির্বাচক প্যানেল। তো এখন আমাদের প্যানেলে তিনজন আছেন।
আমরা ক্রিকেট অপ্সকে বলেছিলাম নতুন কারও নাম সুপারিশ করতে। তারা সেটি করতে পারেনি, নতুন কাউকে এ দায়িত্বের জন্য খুঁজে পায়নি। অপারেশন্স থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, বর্তমান প্যানেলের মেয়াদ আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক। এর মধ্যে আমরা কিছু একটা ব্যবস্থা করবো। তো এর সঙ্গে শুধু যুক্ত হয়েছে, আরও দুজন নির্বাচক বাড়ানো হবে।’
নির্বাচক প্যানেলে নতুন করে দুজন যুক্ত করার কারণ ব্যাখ্যা করেছেন বোর্ড সভাপতি। পাপন জানিয়েছেন, বাংলাদেশে এখন বয়সভিত্তিক অনেক খেলা হয় যা বর্তমান প্যানেলে থাকা তিনজনের পক্ষে দেখা সম্ভব নয়। যদিও কোন দুজনকে যুক্ত করা হয়েছে সেটা নিশ্চিত করেননি বোর্ড সভাপতি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply