শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফু-ওয়াং সিরামিক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে কেডিএস এক্সেসরিজ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফার্মা এইডস মোমিনপুরের সরিষাডাঙ্গায় কৃষকদের সঙ্গে সিআইপি সাহিদুজ্জামান টরিকের মতবিনিময় বিএনপি ক্ষমতায় না এলে দেশ গভীর রাজনৈতিক ও সামাজিক সংকটে পড়বে — আবদুল আউয়াল মিন্টু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত  সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডে নিউমার্কেট মোড়ে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী পথসভা মাটিতে সুখ পাই; তাছলিমা আক্তার মুক্তা বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় খেলার ডাক শুভ উদ্বোধন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ভোটগ্রহণকারী কর্মকতাগণের প্রশিক্ষণ

বিএনপি ক্ষমতায় না এলে দেশ গভীর রাজনৈতিক ও সামাজিক সংকটে পড়বে — আবদুল আউয়াল মিন্টু

মোহাম্মদ হানিফ
  • আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ফেনী-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপি যদি আসন্ন নির্বাচনে ক্ষমতায় আসতে না পারে, তাহলে দেশে ভয়াবহ রাজনৈতিক ও সামাজিক সংকট সৃষ্টি হবে। এর ফলে সমাজে বিভক্তি আরও তীব্র হবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

সকাল ১০টা ৪০ মিনিটে ফেনী-৩ আসনের দাগনভূঞা উপজেলার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়নের উত্তর কেরানিয়া এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি দেশের গণতন্ত্র, মানুষের নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষার নির্বাচন। ধানের শীষে ভোট দিলে ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সকল মানুষ নিরাপদ থাকবে।”

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে এলাকায় উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে। বিশেষ করে শিশু ও কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য শিক্ষা, খেলাধুলা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উদ্যোগ নেওয়া হবে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের কাছে রাখুন। আমি সব সময় আপনাদের পাশে থাকবো।”

গণসংযোগকালে সাবেক এফবিসিসিআই সভাপতি আবদুল আউয়াল মিন্টু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একজন যোগ্য ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করে বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামীতে সরকার গঠন করবে এবং দেশকে সঠিক পথে এগিয়ে নেবে।”

এ সময় বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আকবর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এর আগে আবদুল আউয়াল মিন্টু হাসান গনিপুর এলাকায় এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। সেখানে সাংবাদিক শহীদুল আলম ইমরানসহ অন্যান্যরা বক্তব্য দেন।

পরে তিনি ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীরহাট, বসু মুন্সির বাড়ির দরজা, মৌলভীবাজার, মমতাজ মিয়ার বাজার, আমুভুঁইয়ার হাট ও গজারিয়া বাজারে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কবর জিয়ারত করেন।

দিনের শেষভাগে রাজাপুর ইউনিয়নের জাঙ্গালীয়া চৌরাস্তা, কালীরটেক, ৩ ও ৪ নং ওয়ার্ড, রুদামিয়া কমপ্লেক্স, ওয়ার্ড নং ৫, কোরাইশমুন্সি বাজার, সাপুয়া উচ্চ বিদ্যালয়, রাজাপুর বাজার এবং পূর্ব জয়নারায়ণ চৌরাস্তা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।

গণসংযোগে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় এবং স্থানীয় ভোটাররা ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS