বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফার ইস্ট নিটিং পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে টেকনো ড্রাগস ময়মনসিংহ রেঞ্জের নভেম্বর ও ডিসেম্বর/২০২৫ মাসিক অপরাধ ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত” ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় আলমডাঙ্গার নতিডাঙ্গায় দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী অ্যাড: মাসুদ পারভেজ রাসেলের পথসভা ও গণসংযোগ কুমিল্লায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগমনের উপলক্ষে সংবাদ সম্মেলনে দেশের খাঁটি খামারিদের সম্মাননা দিচ্ছে ‘প্রাণ দুধ’ সাতক্ষীরায় ধানের শীষ বিজয়ী হলে ইনশাআল্লাহ ভোমরা হবে দেশের অন্যতম আধুনিক স্থলবন্দর-আব্দুর রউফ Price Sensitive Information of Premier Cement Mills PLC উদযাপন ও নীতিগত সংলাপে অনুষ্ঠিত হলো বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬

নেত্রকোনার পূর্বধলায় জামায়াত প্রার্থী কর্তৃক মিথ্যা ভিত্তিহীন প্রপাগান্ডার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বিএনপি’র

সাগর আহমেদ জজ
  • আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৬১ Time View

সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে পূর্বধলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বাবুল আলম তালুকদার। এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, ইশতিয়াক আহমেদ বাবু এবং জমিয়তে উলামায়ে ইসলাম পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম।

​বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, “একটি বিশেষ চক্র সাধারণ মানুষের এনআইডি কার্ডের ফটোকপি ও মোবাইল নম্বর সংগ্রহ করছে। তারা বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণের প্রলোভন দেখিয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রভাবিত করছে, যা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন।”

​বক্তব্যে আরও অভিযোগ করা হয়, নওরোজ কোচিং সেন্টারকে কেন্দ্র করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছে এবং সেখানে অবৈধ অস্ত্র ও ভোটারদের এনআইডি ফটোকপি মজুদ রাখা হয়েছে।

​নেতৃবৃন্দ দাবি করেন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনটি ঐতিহাসিকভাবেই বিএনপির একটি শক্তিশালী দুর্গ। জামায়াত রাজনৈতিকভাবে এখানে অত্যন্ত দুর্বল অবস্থানে রয়েছে। আসন্ন নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে তারা এখন মিথ্যাচার ও গুজবের আশ্রয় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

​সংবাদ সম্মেলনে নেত্রকোনা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ আবু তাহের তালুকদারসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে এই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS