
নূরুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ধানের শীষের পক্ষে উৎসবমুখর পরিবেশে এক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বাগেরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থীর বিজয় কামনা করেন। মিছিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফকির হারুনউর রশিদ হারুন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট ঠান্ডু, শামীম খান, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাসেল মোল্লা এবং সুমন পাইকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি নেতা ফকির হারুনউর রশিদ হারুন বলেন,
আমরা কোনও সংঘাতে যাবো না । আমাদের এখানে বিএনপি নির্বাচনে অফিস। ১০০ গজের মধ্যে ইসলামের আন্দোলনের নির্বাচনী অফিস। তার পাশে দাঁড়িপাল্লার নির্বাচন অফিস । নির্বাচনী আমরা সবাই একসাথে যার প্রচার প্রচার প্রচারণা করব। আমরা কাউকে ক্ষতি করব না। যদি কোনও প্রার্থীলোক আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাদেরকেও আমরা ছেড়ে দেব না। আমরা কোনও সংঘাত চাই না। আমাদের পাশের থেকে একটা মিছিল গেছে। আমরা দায়িত্বশীল যারা ছিলাম আমরা সহযোগিতা করেছি। আমরা একপাশে গিয়ে রাস্তা ছেড়ে দিয়ে তাদের মিছিল যেতে দিয়েছি ।
নেতারা বলেন, সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও সমর্থন নিয়ে ধানের শীষ বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচার কার্যক্রম চলবে বলে জানান তারা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply