
মো: রাজিকুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি: আসন্ন ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-০৩ (সিংড়া) আসনে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার ১০ নং চৌগ্রাম ইউনিয়নের ঐতিহাসিক জামতলি হাট ও বাজার এলাকায় তিনি এই গণসংযোগ পরিচালনা করেন।
গণসংযোগকালে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বাজারের ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “সিংড়ার মানুষের অধিকার আদায় এবং এলাকার সুষম উন্নয়নের লক্ষ্যে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে সিংড়াকে একটি আধুনিক ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলব।”
গণসংযোগকালে তার সাথে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন। নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন জামতলি বাজার এলাকা। এর আগে তিনি ওই এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply