
মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাইগ্রামের সাইদুল শেখের মেয়ে সোনিয়া বেগম (২৫) হত্যার অভিযোগে স্বামী সজিবসহ জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টায় লক্ষীপাশা-মহাজন সড়কের মাইগ্রাম চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সোনিয়ার স্বজনসহ এলাকার দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “সোনিয়া হত্যার বিচার চাই, সজিবের ফাঁসি চাই।”
স্থানীয় বাসিন্দা বাবুল আহমেদ বাবু বলেন, মাত্র তিন মাস আগে সোনিয়াকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ফলসী গ্রামের কাদের মোল্যার ছেলে সজিবের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে পরিবার থেকে পাঁচ লাখ টাকা ও স্বর্ণালংকার দেওয়া হয়।
বিয়ের কিছুদিন পর থেকেই সজিব আরও টাকা দাবি করতে থাকেন এবং সোনিয়ার ওপর শারীরিক নির্যাতন চালান বলে অভিযোগ করেন স্বজনরা। সোনিয়া বিষয়টি তার পরিবারকে জানালে তারা জামাইয়ের কাছে সময় চান। কিন্তু এরপরও নির্যাতন বন্ধ হয়নি।
স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৮টায় সোনিয়া তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এর প্রায় দুই ঘণ্টা পর গ্রামের এক ইউপি সদস্য ফোন করে সোনিয়ার বাবার বাড়িতে জানান, সোনিয়া মারা গেছে। খবর পেয়ে স্বজনরা গোপালগঞ্জের ফলসী গ্রামে সোনিয়ার শ্বশুরবাড়িতে গিয়ে খাটের ওপর তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান।
সোনিয়ার পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা এবং তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। মানববন্ধনে সোনিয়ার বোন সুমি বেগম, মা নূর নাহার বেগম, প্রতিবেশী শাহানাজ বেগমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এ বিষয়ে কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুর রহমান বলেন, নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply