
প্রতীক কুমার, (উলিপুর) কুড়িগ্রাম প্রতিনিধি: পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে ,গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় উলিপুর থানাধীন বজরা ইউনিয়নের টিটামার পাড় এলাকায় পারিবারিক বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার আনিছুর রহমান (৪৮) তার মামা ভিকটিম খায়রুল হক (৬৫) এর মাথায় বাশ দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে ভিকটিমের পরিবারের লোকজন তাকে দ্রুত উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। ভিকটিম রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ২২.০১.২০২৫ ইং তারিখ সকাল অনুমান ৯.০০ ঘটিকায় মৃত্যুবরণ করেন।
পরবর্তীতে উক্ত ঘটনার সংবাদ পেয়ে কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিকভাবে উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের মুল ঘাতক ভিকটিম এর ভাগিনা আনিছুর রহমান (৪৮) কে গ্রেফতার করে এবং ভিকটমের দেখানো মতে হত্যায় ব্যবহৃত বাঁশের লাঠিটি উদ্ধার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলার উলিপুরে পারিবারিক বিরোধের জেরে হত্যার ঘটনায় ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই মুল ঘাতককে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। হত্যাকাণ্ডের কারণ ও আর কেউ জড়িত আছে কিনা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply