
মুন্সীগঞ্জ/নারায়ণগঞ্জ প্রতিনিধি: দস্তয়ভস্কির বিখ্যাত ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে নির্মিত আলোচিত একক নাটক ‘ভাসানে উজান’ আবারও দর্শকের সামনে মঞ্চস্থ হতে যাচ্ছে। আগামী ২৩ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জ মিলনায়তনে হিরণ কিরণ নাট্যদল, মুন্সীগঞ্জ-এর উদ্যোগে আয়োজিত ‘হিরণ কিরণ নাট্যোৎসব ২০২৬’-এর অন্যতম আকর্ষণ হিসেবে নাটকটি প্রদর্শিত হবে। পরদিন ২৪ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জ মিলনায়তনে নাটকটির ৭ম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এটি আয়োজন করছে সংশপ্তক নাট্যদল, নারায়ণগঞ্জ-সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে সংশপ্তক নাট্যদলের ৩৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী ‘নাট্য মেলা ২০২৬’-এর তৃতীয় দিনের পরিবেশনায় থাকছে আলোচিত এই একক নাটকটি।
মানুষের অন্তর্গত নীরবতা, অপরাধবোধ, ভালোবাসা ও একাকিত্বের সূক্ষ্ম দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত ‘ভাসানে উজান’ মূলত এক অন্তর্মুখী মানবিক যাত্রা। একক চরিত্রের মধ্য দিয়েই উন্মোচিত হয় মানুষের অন্তর্লোকের জটিল মনস্তত্ত্ব। এখানে সংলাপের চেয়ে অনুভবের ভাষাই হয়ে ওঠে প্রধান মাধ্যম; নীরবতাই রূপ নেয় সবচেয়ে শক্তিশালী উচ্চারণে। দস্তয়ভস্কির গভীর মনস্তাত্ত্বিক বয়ানকে বাংলা নাট্যমঞ্চের উপযোগী করে নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। নাটকটিতে একক অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা মো. এরশাদ হাসান।
দেশের প্রাচীনতম নাট্যদল থিয়েটার (বেইলী রোড)-এর সঙ্গে দুই দশকেরও বেশি সময় ধরে যুক্ত থেকে নিয়মিত নাট্যচর্চায় অভ্যস্ত এরশাদ হাসানের অভিনয়ে নাটকটি পেয়েছে এক ভিন্ন মাত্রা—এমনটাই মনে করছেন নাট্যপ্রেমীরা। সংযত অভিনয়, গভীর অভিব্যক্তি ও নিয়ন্ত্রিত শরীরী ভাষার মাধ্যমে তিনি দর্শকদের ভেতরে সৃষ্টি করেন এক ধরনের আত্মসংলাপ, যা নাটক শেষ হওয়ার পরও দীর্ঘ সময় ধরে অনুভূত হয়।
এ প্রসঙ্গে হিরণ কিরণ নাট্যদল, মুন্সীগঞ্জ-এর দলপ্রধান মো. জাহাঙ্গীর আলম ঢালী জানান, হিরণ কিরণ নাট্যোৎসব ২০২৬-এর মূল লক্ষ্য হচ্ছে মানসম্মত ও চিন্তাশীল নাটকের মাধ্যমে দর্শকদের সঙ্গে গভীর সংযোগ তৈরি করা। তাঁর মতে, ‘ভাসানে উজান’ এমন একটি প্রযোজনা, যা সমসাময়িক দর্শককে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে এবং সংশপ্তক নাট্যদল, নারায়ণগঞ্জ-এর দলপ্রধান মো: সানাউল্লাহ হক বলেন, সৈয়দ শামসুল হকের স্মরণে আয়োজিত নাট্য মেলা ২০২৬-এ এই নাটকের অন্তর্ভুক্তি সংশপ্তকের দীর্ঘ নাট্যচর্চার ধারাবাহিকতারই অংশ। তিনি মনে করেন, এই ধরনের অন্তর্মুখী ও শিল্পসম্মত নাটকই বাংলা নাট্যমঞ্চকে আন্তর্জাতিক মানের দিকে এগিয়ে নেয়।
নাট্যপ্রেমী দর্শকদের জন্য জানুয়ারির শেষ প্রান্তে ‘ভাসানে উজান’ হয়ে উঠতে যাচ্ছে এক গভীর শিল্পিত অভিজ্ঞতা—যেখানে নীরবতাই বলে দেবে মানুষের ভেতরের সবচেয়ে উচ্চকিত কথাগুলো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply