
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব – ২০২৬ এর।
রোববার সন্ধ্যায় ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসবে প্রদর্শিত আন্তর্জাতিক ও দেশীয় বিভাগে নির্বাচিত পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়।
এবারের উৎসবে ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে ।
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান সামনে রেখে গত ১০ জানুয়ারি শুরু হয় ৯ দিনের এই উৎসব।
এবারের উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কিরগিজস্তানের সিনেমা ‘কুরাক’। কিরগিজ ভাষার এই সিনেমা পিতৃতান্ত্রিক সমাজে নারীর ক্ষমতাহীনতা ও অধিকার লঙ্ঘনের বাস্তব ঘটনাকে উপজীব্য করে নির্মিত।
সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন আজারবাইজানের পরিচালক এমিন আফান্দিয়েভ। ‘আ লোনলি পারসন মনোলোগ’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।
চিলড্রেন ফিল্ম সেকশনে বাদল রহমান অ্যাওয়ার্ড অর্জন করে চেন কুংহু পরিচালিত চীনের সিনেমা ‘কুইংটন অ্যান্ড কুইহুয়া’।
অডিয়্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ প্রযোজনার ছবি ‘ড্রেইনড বাই ড্রিমস’।
এই সিনেমার পরিচালক শেখ আল মামুন। আর বেস্ট অডিয়্যান্স অ্যাওয়ার্ড জিতেছে জিন হু পরিচালিত চীনের সিনেমা ‘অল কোয়াইট অ্যাট সানরাইজ’।
বাংলাদেশ প্যানোরামা সেকশনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ফিপ্রেস্কি জুরির বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করেছে মনিরুল হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
এশিয়ান ফিল্ম কম্পিটিশনে ইরান-তাজিকিস্তানের যৌথ প্রযোজনার ‘ফিশ অন দ্য হুক’ ছবির জন্য স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেন অভিনেতা ইসফান্দিওর গুলমভ। একই বিভাগে ‘বার্নিং’ ছবির জন্য যৌথভাবে বেস্ট স্ক্রিপ্টরাইটার অ্যাওয়ার্ড অর্জন করেন দাস্তান মাদালেভ ও এইজদা আমাঙ্গেলডে।
উইমেন্স ফিল্মমেকার সেকশনে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড জিতে নেয় ফিলিপাইনের সিনেমা ‘বেনেথ দ্য বেজ’। একই বিভাগে বেস্ট ডকুমেন্টারি ফিল্ম নির্বাচিত হয় জার্মানি, পর্তুগাল ও রোমানিয়ার যৌথ প্রযোজনার ‘লিটল সিরিয়া’।
বেস্ট ফিকশন ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করেছে পলিনা কোন্ড্রাতেবা নির্মিত রাশিয়ার সিনেমা ‘ফ্রম স্ক্রেচ’। বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড বিজয়ী হন কিরগিজস্তানের নির্মাতা এইজদা আমাঙ্গেলডে; ‘দ্য সেভেন্থ মান্থ’ সিনেমার জন্য।
স্পিরিচুয়াল ফিল্ম সেকশনে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড জিতে নেয় আলি আল হাজরি পরিচালিত কাতারের সিনেমা ‘আই লে ফর ইউ টু স্লিপ’।
বেস্ট ডকুমেন্টারি ফিল্ম অর্জন করে ক্লাউডিয়া বেলাসি ও মারকুস স্টেইনার এন্ডারের নির্মিত ‘দ্য গার্ডিয়ান অব স্টোরিস’। বেস্ট ফিকশন ফিল্মের পুরস্কার পায় দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘আ ভাস্ট অ্যালগরিদম অব হিউমিনিটি: দ্য মুভি’।
বাংলাদেশ প্যানোরামার ট্যালেন্ট সেকশনে সেকেন্ড রানারআপ হয়েছে আবির ফেরদৌস মুখর নির্মিত ‘ইস্পিতে’। ফার্স্ট রানারআপ নির্বাচিত হয় উম্মিদ আশরাফ পরিচালিত ‘ধ্যাৎ!’। ফিপ্রেস্কি জুরি কর্তৃক প্রদত্ত বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করে তানহা তাবাসসুম নির্মিত ‘হোয়াট ইফ’।
কাজাখস্তানের সিনেমা ‘আবেল’-এর জন্য সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পান জোলানতা দেলুস্কা। একই ছবির জন্য সেরা অভিনেতা নির্বাচিত হন ইয়ারলান। ইরানি সিনেমা ‘দ্য হাসব্যান্ড’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন ফারিবা নাদেরি।
নয় দিনব্যাপী আয়োজিত ২৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া জাগায়। এবারের উৎসবের ভেন্যু হিসেবে ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, অ্যালিয়স ফ্রঁসেজ দা ঢাকা এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইতিহাসে এই প্রথমবারের মতো কক্সবাজারে উম্মুক্ত সমুদ্র সৈকতে লাবনী ও সুগন্ধা পয়েন্টে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় কক্সবাজারে এই প্রদর্শনীতে বিপুল দর্শকের সমাগম ঘটে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন চীনের কালচারাল কাউন্সিলর লী শিয়াও পেং, ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শার্লেট, অ্যালিয়স ফ্রঁসেজ এর ডিরেক্টর ফ্রাঁসোয়া শঁব্রো। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ বিভিন্ন দেশের দূতাবাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ দেশি-বিদেশি জুরি সদস্য, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, সংস্কৃতিকর্মী এবং অসংখ্য চলচ্চিত্রপ্রেমী । সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন সংগীত শিল্পী আহমেদ হাসান সানি।
২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্ব চলচ্চিত্রের বৈচিত্র্য, মানবিক গল্প এবং নতুন নির্মাতাদের সৃজনশীল কন্ঠকে তুলে ধরে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করেছে।
সমাপনী অনুষ্ঠানে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরের পর্দা ওঠার ঘোষণা দেন ফেস্টিভ্যাল ডিরেক্টর আহমেদ মুজতবা জামাল।
২০২৭ সালের ৯ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply