
সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে ঘরে ঘরে বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান এবং সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা ঘোষপাড়া এলাকায় এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির আওতায় ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে সাধারণ মানুষের হাতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র বিনির্মাণের ৮ দফা কর্মসূচির বার্তা সংবলিত লিফলেট পৌঁছে দেওয়া হয়। এ সময় যুবক-যুবতী, বয়স্ক নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের মাঝে ৮ দফা কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য এবং ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে প্রাপ্ত সম্ভাব্য সুবিধাসমূহ সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের সহধর্মিণী নার্গিস হাসান এবং সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর সহধর্মিণী নার্গিস আল মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের সহধর্মিণী শিল্পী বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আইয়ুব আলীর সহধর্মিণী আসমা উল হুছনা, সৈয়দ আরিফ হোসেনের সহধর্মিণী জেসমি আক্তার, পারুল আক্তার, ফাতেমা খাতুন, নাজমা ইসলাম, লুতফুর রহমান লতাসহ ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যান্য সদস্যরা। তারা সক্রিয়ভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার একটি বাস্তবভিত্তিক ও সুস্পষ্ট রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও জনগণের কল্যাণমুখী রাষ্ট্র গঠনের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply