
খন্দকার আউয়াল ভাসানী, টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে আবারও ঘটল ভয়াবহ গণধর্ষণের ঘটনা। চলন্ত বাসে এক কলেজছাত্রীকে আটকে রেখে রাতভর গণধর্ষণের অভিযোগে চালক-হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে বাসটিসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন
মো. আলতাফ (২৫) বাসচালক
মো. সাগর (২৪) — হেলপার
মো. রাব্বি (২১) — চালকের সহযোগী
এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজের দর্শন বিভাগের ছাত্রী (২৬) ঢাকার রেডিও কলোনী থেকে আশুলিয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। তখন বাসে মাত্র দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাওয়ার পর ছাত্রীটিকে জোরপূর্বক আটকে রাখা হয়।
এরপর তার স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। পুরো রাত বাসটি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় এবং তাকে গণধর্ষণ করে ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ।পুলিশের সন্দেহ ও তাৎক্ষণিক অভিযান,পরদিন ভোরে করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশ। জিজ্ঞাসাবাদে চালক-হেলপাররা ঘটনাটি স্বীকার করে। এরপরই তাদের গ্রেপ্তার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
ওসি মো. শরীফ বলেন, আসামি ও ভিকটিমকে টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন জানান, ভিকটিম নিজেই মামলার প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, গত ২০ মে একই মহাসড়কে আল ইমরান পরিবহনের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল। পরপর এসব ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply