
মালদ্বীপের বিভিন্ন হাসপাতালে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা প্রবাসে থেকেও পেশাদারিত্ব,মানবিকতা ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন।
তাঁদের এই অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।
সম্প্রতি হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালদ্বীপের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা।
সাক্ষাতের শুরুতেই হাইকমিশনার প্রবাসী চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁরা একদিকে প্রবাস থেকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, অন্যদিকে মালদ্বীপে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলছেন।
সাক্ষাতের সময় চিকিৎসকরা মালদ্বীপে তাঁদের বর্তমান কর্মপরিবেশ, পেশাগত চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতার বিভিন্ন দিক হাইকমিশনারের কাছে তুলে সহায়তা চান ।
হাইকমিশনার উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়াও তিনি মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। ভবিষ্যতে বাংলাদেশি চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম আয়োজনের প্রত্যাশা রাখেন তিনি।
হাইকমিশনার মালদ্বীপের আইন-কানুন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশীদের পাশে রয়েছে এবং তাঁদের ন্যায্য অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply