বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
স্বদেশ প্রত্যাবর্তনে তারেক রহমানকে স্বাগত জানিয়েছে ডিবিএ ২৬ ডিসেম্বর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ শেখ হাসিনার জন্মদিন পালন করা সহ বিভিন্ন মিছিল করে নাশোকতার মামলায় ছাত্রলীগ সভাপতি সুজন সহ গ্রেফতার ০৭ রাজিবপুর সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোট পরিচালিত বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবলে ময়মনসিংহ জেলা সেরা তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকার পথে মূল্যস্ফীতি ৭% ও জিডিপি প্রবৃদ্ধি ৫% ধরা হলো সংশোধিত বাজেটে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ডিএমপির সতর্কতা ও নির্দেশনা শনিবার সারা দেশে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত

বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবলে ময়মনসিংহ জেলা সেরা

মকবুল হোসেন
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলার খেলোয়াড়রা সেরা হয়েছেন। জামালপুর জেলার বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের খেলোয়াড়দের বিপরীতে ৪-১গোলে বিজয়ী হন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের খেলোয়াড়রা।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ২৪ডিসেম্বর বুধবার বিকালে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে খেলোয়াড়রা খেলায় অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজীদ, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা আল-আমিনসহ অন্যান্য ক্রীড়া সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বিজয়ী ও হেরে যাওয়া, দুটি দলই আমার। দুটি দলই শুরু থেকেই চমৎকার খেলেছে। দর্শকদেরকে একটি উপভোগ্য খেলা উপহার দিয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত খেলোয়াড়রা খুবই প্রতিযোগিতাপূর্ণ খেলা খেলেছেন। এরপরও যেকোনো একটা দল জয় লাভ করবে, সেটাই স্বাভাবিক। আমি উভয় দলকেই অভিনন্দন জানাচ্ছি।

সভাপতি বক্তৃতায় বলেন, ফুটবল দলবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে খেলতে হয়। এককভাবে খেলার বিষয় নয়। ভালো খেললেও এককভাবে জেতার সম্ভাবনা থাকে না। সকল খেলোয়াড়ের সহযোগিতায় গোল দিতে হয়। আমি আজকের খেলায় সেরকম প্রতিফলনটি দেখেছি। উভয় দলের জন্য ভবিষ্যত শুভকামনা। যারা আয়োজনের সাথে সংশ্লিষ্ট ছিলেন সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাগণ, অংশগ্রহণকারী কলেজের প্রতিনিধিগণ, খেলোয়াড়বৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS