
মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলা মাউলী ইউনিয়নের কলাগাছি মরজিদ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে তাঁর শারীরিক অবস্থার অবনতি এবং দ্রুত আরোগ্য কামনায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ অনুষ্ঠানে অংশ নেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে কালিয়া উপজেলা ৪নং মাউলী ইউনিয়ন বিএনপির সাংগঠিন সম্পাদক ও নড়াগাতী থানা বিএনপির অন্যতম সদস্য মো:- আবু হানিফ ফকিরের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠান ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আশরাফুল আলম ( ইয়ার আলী)র সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নড়াগাতী থানা বিএনপি সাংগঠনিক মো : সেলিম কাজী, থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুরুল হক,নড়াগাতী থানা ছাত্রদলের সাবেক সদস্যসচিব, মাফিজুর রহমান মামুন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শিমুল মোল্যা, সদস্যা সচিব :- মো :- রাসেল সরদার, ছাত্রদলের সভাপতি, হাছিবুর রহমান, সাধারণ সম্পাদক রহিম খান, মাউলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো মুক্তার শেখ প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত তৃণমূলের নেতাকর্মীরা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply