
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ৮জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পাইকপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে ও সদর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি সিরাজুল হক, নিজামপুর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক ও মৃত ইছাক আলীর ছেলে আব্দুল কাইয়ূম, পূর্ব ভাদৈ গ্রামের মৃত নুর আলীর ছেলে ও হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী চিশতী, বাহুবল উপজেলার বারো আউলিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে ও বাহুবল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কদ্দুছ।
নবীগঞ্জ উপজেলার মিঠাপুর গ্রামের জিতু মিয়ার ছেলে ও আউশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মঈনুল ইসলাম হেবলু, শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের মৃত আছকির মিয়ার ছেলে ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ফজল মিয়া, মাধবপুর উপজেলার হরিপ্রসাদপুর গ্রামের মৃত গাবরু রহমানের ছেলে আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান, একই উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত আশুর হোসেনের ছেলে আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন। আটককৃতদের মধ্যে আব্দুল কদ্দুছ এবং মঈনুল ইসলাম হেবলুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে বাহুবল উপজেলার বারো আউলিয়া গ্রামের গ্রেফতারকৃত কদ্দুছ আলী তার বাড়িতে আওয়ামীলীগের সভা করার অপতৎপরতা চালিয়েছেন বলে জানা গেছে। বাহুবল থানা পুলিশ বিষয়টি জানতে পেরে তাকে গ্রেফতার করে। এ সময় আওয়ামী লীগ নেতারা পালিয়ে যায়। এ ঘটনায় কদ্দুছ আলীসহ ৯ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে বাহুবল থানা পুলিশ মামলা দিয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশে অভিযান নির্বাচনের আগ পর্যন্ত চলবে। পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, ‘যে কোনো ধরনের নাশকতা রুখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আসন্ন নির্বাচন নির্বিঘ্ন করতে পুলিশি অভিযান শুরু হয়েছে। অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply