বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এমন একটি বিল্ডিং কোড তৈরি করতে হবে, যা যত বড় ঝাঁকুনিই আসুক, নড়বে না: প্রধান উপদেষ্টা অগ্রিম কর ও উৎসে কর হচ্ছে কর–সন্ত্রাস (ট্যাক্স টেররিজম): সৈয়দ নাসিম মঞ্জুর টানা চতুর্থ মাস কমলো রপ্তানি আয় নড়াইলের- ১ আসন থেকে লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মিল্টন মোল্যার গণসংযোগ নড়াইলের কালিয়ায় গৃহবধূ ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার দেশের কৃষকরা সার সংকটে জর্জরিত : চাষী মজদুর সংগ্রাম পরিষদ দেশের টেলিযোগাযোগ অবকাঠামোকে আরো শক্তিশালী করতে টেশিস এবং ইডটকোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত সমঝোতার স্মারক স্বাক্ষর অনুষ্ঠান দেশে আসছেন জুবাইদা রহমান আজ মধ্যরাতের পরে বা কাল ভোরে (শুক্রবার) বেগম জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ

আজ মধ্যরাতের পরে বা কাল ভোরে (শুক্রবার) বেগম জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ Time View

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পরে বা কাল ভোরে (শুক্রবার) খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেখানে একটি হাসপাতালের সঙ্গে এরইমধ্যে যোগাযোগও হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাহিদ হোসেন বলেন, ওনার যাওয়ার সময় সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের দুইজন চিকিৎসক সঙ্গে থাকবেন। এর সঙ্গে অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও ওনাকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করে। খালেদা জিয়ার পরিস্থিতি আগের থেকে উন্নতি হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার চিকিৎসায় এরই মধ্যই চীন ও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন। বুধবার রাতে চীনা চিকিৎসকদের দ্বিতীয় দল হাসপাতালে পৌঁছে। চার সদস্যের বিশেষজ্ঞ দলটি রাতেই মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করে।

দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS