রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ফুলপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রশিক্ষণ ও প্রশাসনের সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত ত্রিশালে মোবাইল_কোর্ট পরিচালনায় অবৈধ বালু উওোলন করায় কারাদণ্ড ও জরিমানা আদায় গফরগাঁওয়ে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ সম্পর্কে অবহিতকরণসভা অনুষ্ঠিত গণভোট গণবিরোধী হিসেবে বিবেচিত হবে : মোমিন মেহেদী OGSB এর প্রস্তাবিত কর্মসূচিকে ঘিরে বিতর্ক চুয়াডাঙ্গায় গণসংযোগে মাসুদ পারভেজ রাসেল মাদকমুক্ত ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই: রাসেল ফকিরহাটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও লিফলেট বিতরণ করলেন এম এ এইচ সেলিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি সঠিক শিক্ষক প্রশিক্ষণ: তারেক রহমান কুমিল্লা টিক্কাচর গোমতী নদীর উত্তর পাড় থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নতুন শিল্পায়নে জ্বালানি সক্ষমতা নীতিমালার গুরুত্ব অপরিসীম: ডিসিসিআই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ Time View

বাংলাদেশের শিল্পখাতে জ্বালানির সংকট দিন দিন তীব্রতর হচ্ছে, যার প্রভাব পড়ছে উৎপাদন, বিনিয়োগ ও সামগ্রিক অর্থনীতিতে। এমন বাস্তবতায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) যৌথভাবে “বাংলাদেশের শিল্পখাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা: টেকসই উন্নয়নের পথ–নির্দেশনা” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে।

শনিবার (২৯ নভেম্বর) ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় শিল্পখাতের জ্বালানি সংকট সমাধানে সমন্বিত নীতিমালা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, দক্ষতা বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যান জালাল আহমেদ।

স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, “দেশের মোট গ্যাস ব্যবহারকারীর মাত্র ১৯ শতাংশ হলেও শিল্পখাত সবচেয়ে বড় চাপে রয়েছে। ২০২৩–২৪ অর্থবছরে রেকর্ড ১৭৮ শতাংশ গ্যাস–মূল্য বৃদ্ধি এবং সাম্প্রতিক আরও ৩৩ শতাংশ সমন্বয়ের ফলে টেক্সটাইল, স্টিল ও সারের মতো খাতে উৎপাদন ৩০–৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এসএমই খাত আরও দুরবস্থার মধ্যে পড়েছে।”

তিনি বলেন, “নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ছাড়া শিল্পায়ন অসম্ভব। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়া এখন জরুরি প্রয়োজন।”

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “দেশের গ্যাস–মজুত কমে যাবে, এ কথা বহুদিন ধরে বলা হলেও অফশোর ও অনশোর গ্যাস অনুসন্ধানে তেমন অগ্রগতি হয়নি। ফলে দেশীয় উৎপাদন না বাড়ায় আমদানি–নির্ভরতা বেড়েছে।”

তিনি জানান, জ্বালানি খাতে এখনও দক্ষতার হার মাত্র ৩০ শতাংশের মতো। এ দক্ষতা বাড়াতে পারলে বিদ্যুৎ ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তিনি তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্পগুলোকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন।

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেম নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। তিনি বলেন, “দেশের জ্বালানি খাতে মাস্টারপ্ল্যান থাকলেও সহায়ক নীতিমালা ও প্রণোদনার কাঠামো নেই। শিল্পে ‘এনার্জি সক্ষমতা’ বলতে কী বোঝানো হয়—সেটারও সুস্পষ্ট সংজ্ঞা নেই।”

ঢাকা চেম্বার–সানেমের যৌথ ফোকাস গ্রুপ আলোচনায় উঠে আসে—এনার্জি অডিট নিশ্চিত করা, গ্রিড আধুনিকায়ন, জ্বালানি সাশ্রয়, অর্থায়ন ও প্রণোদনা বৃদ্ধি এবং গ্যাস–বিদ্যুতের সরবরাহ উন্নয়ন এ মুহূর্তে জরুরি। কাঠামোগত, সরবরাহগত ও নীতি–বিধানগত—এই তিন স্তরেই জ্বালানি খাতে বড় সংস্কার প্রয়োজন।

বিইপিআরসি সদস্য ড. মো. রফিকুল ইসলাম বলেন, “আমদানিনির্ভর জ্বালানি কাঠামো চলতে থাকলে ব্যবসায়িক খরচ লাগামহীনভাবে বাড়বে। গত অর্থবছরে ২০ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি হয়েছে—যা দেশীয় উৎসে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুযোগের ইঙ্গিত দেয়।”

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান ড. এম. রেজওয়ান খান বলেন, “শুল্ক কাঠামোর অসঙ্গতি দূর না করলে বিদ্যুৎ সরবরাহ সংকট কমবে না।” তিনি পিক ও অফ–পিক সময়ে আলাদা বিদ্যুৎ–মূল্য নির্ধারণের ওপরও জোর দেন।

আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, “কারখানায় প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় প্রায়ই ৫০ শতাংশ উৎপাদন ব্যাহত হয়।”

বিসিএমএ সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, “এলপিজি বড় ভূমিকা রাখতে পারে, কিন্তু আর্থিক প্রণোদনার অভাব ও ১০ শতাংশ করারোপ খাতটিকে পিছিয়ে দিচ্ছে।”

বিএসআরইএ সভাপতি মোস্তফা আল মাহমুদ জানান, প্রতিবছর জ্বালানির চাহিদা ২০ শতাংশ বাড়লেও বাস্তবায়ন–দুর্বলতার কারণে সমস্যা আরও প্রকট হচ্ছে। শিল্পখাতে ৫০ শতাংশ বিদ্যুৎ ব্যবহৃত হয়—তাই এনার্জি অডিট বাধ্যতামূলক করা ছাড়া উপায় নেই।

এলপিজি অটোগ্যাস অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. সিরাজুল মাওলা বলেন, “নবায়নযোগ্য জ্বালানি সংযোজনে এলপিজি স্টেশনগুলো থেকে ৭০০–৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। কিন্তু লাইসেন্স–জটিলতা ও হয়রানির কারণে উদ্যোক্তারা বিপাকে পড়ছেন।”

বিজিএমইএ সহ–সভাপতি বিদিয়া অমৃত খান জানান, বৈশ্বিক ক্রেতারা নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছেন, অথচ জাতীয় গ্রিডে এ খাতের অবদান মাত্র ৪ শতাংশ। এ ক্ষেত্রে নীতি সহায়তার ঘাটতি ও অর্থায়নের জটিলতা বড় বাধা।

ইডকলের উপ–প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মনিরুল ইসলাম বলেন, “নীতিমালার কার্যকর বাস্তবায়নে বড় ধরনের গ্যাপ রয়েছে।” তিনি গ্রীন বন্ড চালুর মাধ্যমে অর্থায়নের নতুন পথ তৈরির পরামর্শ দেন।

অনুষ্ঠানে মালিক তালহা ইসমাইল বারী, এম বশিরউল্লাহ ভূইয়া, এম এস সিদ্দিকীসহ ডিসিসিআইর সাবেক নেতৃবৃন্দ ও সরকারি–বেসরকারি প্রতিনিধিরা মতামত দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিসিআই সহ–সভাপতি মো. সালিম সোলায়মান।

বক্তারা বলেন, জ্বালানি নিরাপত্তা ছাড়া বাংলাদেশে টেকসই শিল্পায়ন সম্ভব নয়। এখন জরুরি হচ্ছে জ্বালানি সক্ষমতা বাড়ানো, সরবরাহ ব্যবস্থা পুনর্গঠন এবং নবায়নযোগ্য জ্বালানিকে কেন্দ্র করে নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS