যে কলমটার শক্তি ছিলো
ন্যায়ের পথে চলার,
যে কলমটার সাহস ছিলো
সত্যি কথা বলার।
আজকে আমার সেই কলমটা
বাগ রূদ্ধ হয়ে গেছে,
মানুষ রূপি অমানুষের পায়ে
সত্য গেছে পিষে।
কলম আমার বলবে না কথা
শোনবে না কারো চিৎকার,
শয়তানের হটকারিতায় আর
কখনো দিবেনা দীক্কার।
শয়তান আজ হার মেনেছে
মানুষের শয়তানির কাছে,
যখন থেকে মুসলিম জাতি
লেগে গেছে মুসলিমের পাছে।
ক্ষমতার লড়াইয়ে ঝাপিয়ে পড়েছে
মুসলমান জাতি যেই,
সত্যেরবীজ পৃথিবীর কোষাগারে
আর কোথাও বেঁচে নেই।
বিলীন হয়েছে সত্য সততা
মরে গেছে দেশপ্রেম,
বসে বসে শুধু একথাই ভাবি
কলমকে কি জবাব দেম।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply