ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন রাঘুনাথপুর এলাকার সীমান্তবর্তী একটি মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।
রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবু সাফার জানান, তিনি ফোর্স নিয়ে সীমান্তের রঘুনাথপুর মাঠে অভিযান চালিয়ে তিন শিশুসহ ১৫ জনকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনের ১৯৭৪ সালের ১১(৩) ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply