মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আধুনিকায়নের পথে এক ধাপ এগিয়ে গেল দেশের অন্যতম প্রাচীন চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেড। দর্শনা কেরুজ চিনিকল আধুনিকায়ন প্রকল্পের আওতায় নির্মিত ১০২ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নতুন বয়লিং হাউজে ‘স্লো ফায়ারিং’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার (২১ নভেম্বর, ২০২৫) বেলা তিনটায় মিলের ফ্যাক্টরি প্রাঙ্গণে এক দোয়া মাহফিলের মাধ্যমে কর্তৃপক্ষ এই নতুন বয়লিং হাউজে প্রতীকীভাবে আগুন নিক্ষেপ করে শুভ সূচনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর রাব্বিক হাসান বলেন, “১৯৩৮ সাল থেকে মিলটি একই প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে। আধুনিকায়নের অংশ হিসেবে ‘বিএমআরআই’ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে।” তিনি আরও যোগ করেন, “বয়লিং হাউজ মিলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাই আমরা পরীক্ষামূলকভাবে আগে থেকেই এর কার্যকারিতা যাচাই করে নিচ্ছি, যাতে কোনো ত্রুটি থাকলে তা দ্রুত সমাধান করা যায়।”
মীর রাব্বিক হাসান আশা প্রকাশ করেন, আগামী ৫ ডিসেম্বর থেকেই ২০২৫-২৬ মাড়াই মৌসুমে নতুন বয়লিং হাউজ দিয়ে যাত্রা শুরু করা সম্ভব হবে।
ব্যবস্থাপনা পরিচালক মীর রাব্বিক হাসান উল্লেখ করেন, ২০১২ সালে প্রকল্পটি দুই বছরে শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা ১৩ বছর পেরিয়ে গেছে। বর্তমানে প্রকল্পের দায়িত্ব নতুন করে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে (বিএমটিএফ) দেওয়া হয়েছে এবং তারা দ্রুত কাজ এগিয়ে নিচ্ছে।
উল্লেখ্য, ২০১২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিএমআর অব কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেড’ নামে এই প্রকল্পের অনুমোদন দেন। প্রথমে এর ব্যয় ধরা হয়েছিল ৪৬ কোটি টাকা। তবে সময়সীমা সাতবার বাড়ানো এবং দীর্ঘ ১৪ বছরেও প্রকল্প পুরোপুরি শেষ না হওয়ায় সংশোধিত ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১০২ কোটি টাকায়। সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে একনেক সভায় অষ্টমবারের মতো এই প্রকল্প সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে ২০২৬ সালের জুনের মধ্যে আধুনিকায়ন প্রকল্প সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমআর প্রকল্পের পিডি ফিদা হোসেন বাদশা, বিএমটিএফের ডিরেক্টর ম্যানেজার বেলায়েত হোসেন, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া, মহাব্যবস্থাপক (এডিএম) মীর্জা গালিব, মহাব্যবস্থাপক (যন্ত্রাংশ) ইসমাইল হোসেন মোল্লা। দোয়া পরিচালনা করেন কেরু জামে মসজিদের পেশ ইমাম সামসুজ্জোহা আজাদী।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply