বিদায়ী সপ্তাহে (২৬-৩০ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৪ হাজার ১৬০ কোটি ৫০ লাখ ৯৪ হাজার ৮১৫ টাকার শেয়ার ও ইউনিট। এরমধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির লেনদেন হয়েছে ১ হাজার ৪৮৫ কোটি ৭৪ লাখ ৫২ হাজার টাকা।
আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল সোনালী পেপার, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এশিয়া ইন্সুরেন্স, ওয়ান ব্যাংক, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, বীকন ফার্মাসিউটিক্যালস্, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্, এবং ইস্টার্ন ইন্সুরেন্স।
শীর্ষ লেনদেনের কোম্পানিগুলোর মধ্যে চার কোম্পানির শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা। ফলে লেনদেন বৃ্দ্ধির পাশাপাশি দর বৃদ্ধিতেও এগিয়েছিল কোম্পানিগুলো। যেগুলো হলো-সোনালী পেপার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওয়ান ব্যাংক এবং বীকন ফার্মাসিউটিক্যালস্।
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে সোনালী পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৭ লাখ ৫৩ হাজার ৬২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪০ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৮৫৩ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৯৫৭ টাকা ৭০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১০৪ টাকা ২০ পয়সা বা ১২.২১ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ৩ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৫৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪৯ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭১ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২২ টাকা ৫০ পয়সা বা ৪৫.৫৫ শতাংশ।
লেনদেনের তালিকার পঞ্চম স্থানে রয়েছে ওয়ান ব্যাংক। কোম্পনিটির ৬ কোটি ২৯ লাখ ৬ হাজার ৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৭ কোটি ৮ লাখ ৩৯ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৩ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৩ টাকা ৮০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৩০ পয়সা বা ২.২২ শতাংশ।
বীকন ফার্মাসিউটিক্যালস্ সাপ্তাহিক লেনদেন তালিকার অষ্টম অবস্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৬ লাখ ৬৪ হাজার ৪০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৪ কোটি ১৬ লাখ ৭১ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ২৩৪ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২৪৩ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৯ টাকা ৪০ পয়সা বা ৪.০২ শতাংশ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply