মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া চিত্রা নদীর ভাঙ্গন থেকে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সালামিয়া ইমামিয়া দাখিল মাদ্রাসা রক্ষার জন্য মানববন্ধন করেছে মাদ্রাসা সংশ্লিষ্টরা ও এলাকাবাসী।
২৬ অক্টোবর (রবিবার) সকাল ১১ টায় মদ্রাসা সংলগ্ন নদী পাড়ে শতাধিক মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মুহাঃ বদরুজ্জামান, সহ সুপার মাওঃ আব্দুর রশীদ, গনিত শিক্ষক কমল কুমার সরকার, মাদ্রাসার সদস্য রবিউল ইসলাম, শিক্ষার্থী সোহেলী ইসলাম মিম্মা, প্রাক্তন ছাত্র ও অভিভাবক সালাউদ্দিন ফকির প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৪ সালে চিত্রা নদীর পাড়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। ২০ জন শিক্ষক কর্মচারী ও ৩৩২ জন শিক্ষার্থী রয়েছে এ প্রতিষ্ঠানে। পাসের হার বরাবরই সন্তোষজনক।
কিন্তু চিত্রা নদীর ভাঙ্গনে মাদ্রাসাটি আজ হুমকির মুখে। সম্প্রতি মাদ্রাসার উত্তর পাশের ভবনটি ঘেষে নদী আলে আসায় ফাটল ধরেছে। ওই মাদ্রাসার সভাপতি ও স্থানীয়দের প্রচেষ্টায় সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া মাদ্রাসার আওতায় সুদৃশ্য দ্বিতল ভতনের একটি মসজিদ রয়েছ। সরকারিভাবে দ্রুত ব্যবস্থা না নিলে দীনি শিক্ষার এ প্রতিষ্ঠানিট অচিরেই নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে বলে বক্তারা জানান।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের জেলা এক্সএন অভিজিৎ কুমার সাহা বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। মাদ্রাসা কর্তৃপক্ষও আমাদের জানায়নি। তবে দ্রুত লোক পাঠিয়ে ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply