ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা ও অবকাশকালীন ছুটি শেষে ১৭ দিন পর খুলেছে সুপ্রিম কোর্ট। এদিকে অবকাশকালীন হাইকোর্টের কয়েকটি বেঞ্চ ও চেম্বার কোর্ট চালু থাকলেও বন্ধ ছিল আপিল বিভাগ।
সোমবার সকাল ৯টা থেকে আপিল বিভাগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ এবং জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচারকাজ শুরু হয়।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন- বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম।
বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।এদিকে, আজ সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের ৫৩টি বেঞ্চে একযোগে বিচারকাজ শুরু হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply