মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালী গ্রাম থেকে ২০১ বোতল কেরুজ মদসহ পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন: উপজেলার খুদিয়াখালী গ্রামের কালিদাসের ছেলে চরণদাস (৩৩), চয়ন দাসের স্ত্রী আরতি দাস (৩০), মাধব দাসের ছেলে সঞ্জয় দাস (২৫), জয় দাস (১৯) এবং একই গ্রামের অধীর দেবনাথের ছেলে অখিল দেবনাথ (৩৮)।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে হারদী সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের সদস্য ও আলোচনা থানার এসআই আলমগীর কবিরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে খুদিয়াখালী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ২০১ বোতল কেরুজ মদ উদ্ধার করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ২৪ (গ)/৪১ ধারায় মামলা করা হয়েছে। দুপুরে তাদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply