মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবুল কালাম (৩০) সদরপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির একদল বিজিবি হাবিলদার বিল্লাল হোসেনের নেতৃত্বে সীমান্ত পিলার ৬৪/এমপি হতে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের মোল্লা ব্রিকসের সামনে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১৮ বোতল ফেন্সিডিল, ১টি বাটন মোবাইল ফোন ও ১টি পাখিভ্যানসহ এক যুবককে আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
Leave a Reply