চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে চুয়াডাঙ্গায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণটি শুরু হয়।
যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আলমগীর বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলার উপপরিচালক মো. মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষ্ণ রায় এবং কৃষি প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর বিশ্বাস বলেন, “যশোর অঞ্চলের কৃষকরা স্মার্ট ও পারদর্শী এবং এখানকার কৃষি ব্যবস্থাপনা বেশ গোছানো।” তিনি আরও বলেন, “ভবিষ্যতের কৃষি হবে আরও চ্যালেঞ্জিং। খোরপোশ কৃষি এখন বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয়েছে। তাই কৃষকদের পাশে থেকে সঠিক পরামর্শ ও সেবা প্রদানের জন্য আপনাদেরকে আরও দক্ষ, জ্ঞানসমৃদ্ধ এবং বুদ্ধিমান হতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, যার কাছে যত বেশি হালনাগাদ তথ্য থাকবে, তিনি তত বেশি জ্ঞানী ও দক্ষ হবেন। তিনি বিভাগীয় কাজের পাশাপাশি উপসহকারী কৃষি কর্মকর্তাদের ‘আউট অব বক্স’ চিন্তাভাবনার মাধ্যমে কৃষিতে সৃজনশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রশিক্ষণটিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মাসুদ শেখর। এতে জেলার চারটি উপজেলা থেকে মোট ৬০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।
Design & Developed By: ECONOMIC NEWS