সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

উত্তরা ইপিজেড-এ শ্রমিক হত্যার নিন্দা ও প্রতিবাদ,দায়ীদের বিচার  দাবী : ৫ দলীয় বাম জোট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

৫ দলীয় বাম জোট এর সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টি সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টি সভাপতি শামছুল হক এক যুক্ত  বিবৃতিতে, নীলফামারীর উত্তরা ইপিজেড-এ শ্রমিকদের বকেয়া বেতনের যৌক্তিক দাবীর আন্দোলনে পুলিশ ও যৌথবাহিনীর বর্বরোচিত হামলা ও গুলিতে শ্রমিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

উল্লেখ্য যে, নীলফামারীর উত্তরা ইপিজেড-এর এভারগ্রীন কারখানা মালিকপক্ষ অযৌক্তিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা কারখানা খোলাসহ ২০ দফা দাবীতে আন্দোলনে নামে। আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলি ও হামলায় ১জন নিহত, ৭/৮ গুলিবিদ্ধসহ অনেক শ্রমিক আহত হন। শ্রমিকদের দাবীর মধ্যে রয়েছে- উৎপাদন টার্গেট কমানো, ওভারটাইম নিশ্চিত করা, ছুটি যথাযথভাবে দেওয়া, বেতন ও ভাতা সময়মতো পরিশোধ, আবাসন ও প্রমোশনের জটিলতা নিরসন, সকাল ৭টার আগে ডিউটি না রাখা, গর্ভবতী শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা, শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করা এবং ক্ষুদ্র সমস্যাকে কেন্দ্র করে চাকরিচ্যুত না করা।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী অতীতের মতই মালিক পক্ষের স্বার্থ রক্ষা ও লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে, যা ফ্যাসিস্ট শাসন উত্তর সময়ে কারোই কাম্য ছিল না। কিন্তু বাস্তবে জুলাই গণ-অভ্যুত্থানের পরেও সরকার পুরনো পথেই হাঁটছে। বারবার শ্রমিক হত্যা-নির্যাতন ও তাদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে শ্রমিক-কৃষকসহ সাধারণ জনগণের অধিকার সংকুচিত হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ নীলফামারী ইপিজেডে শ্রমিক হত্যা ও নির্যাতনের নিরপেক্ষ তদন্ত, বিচার, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানান। এছাড়াও নেতৃবৃন্দ শ্রমিক হত্যা-নির্যাতন বন্ধ এবং তাদের ন্যায্য দাবী মেনে নেওয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS