মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুদক শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস সুষ্ঠুভাবে বাস্তবায়নে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ কালিয়ায় গ্রাম্য শালিশকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির কর্মী, আহত ৬ আমরা ইতিমধ্যেই ঋণের ফাঁদে পড়েছি: এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ‘সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেড’ নামক ইসলামী ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট এশিয়া ও প্যাসিফিক অঞ্চল নতুন এক হুমকির মুখে: এডিবি জাপা-জেপি’র জোটের সাথে বাংলাদেশ জাতীয় পার্টি’র কোন সম্পর্ক নাই ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, কর্তৃক পলাতক আসামী গ্রেফতার ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকাল এর মধ্যে রেমিট্যান্স সার্ভিস বিষয়ক চুক্তি স্বাক্ষরিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় এইচএসসি পরীক্ষায় জালিয়াতি: বিএনপি সভাপতিসহ তিন নেতার পরীক্ষা বাতিল

মামুন মোল্যা
  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১১ Time View

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতিসহ তিন নেতার এইচএসসি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। তারা আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এ অনিয়মের সাথে অর্থ বানিজ্যে জড়িত পরীক্ষা কমিটি বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিজ দলসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমলোচনার সৃষ্টি হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় কেন্দ্রে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন-উপজেলা বিএনপি সভাপতি আহাদুজ্জামান বাটু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্যা তানভীর রহমান ও সদস্য নাজমুল হুদা। 

গত ১১ জুলাই শুক্রবার ওই কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র বিষয়ের পরীক্ষায় আহাদুজ্জামান বাটু, মোল্যা তানভীর রহমান ও নাজমুল হুদা নিজেরা পরীক্ষায় অংশগ্রহণ না করে জালিয়াতির মাধ্যমে অন্যদের দিয়ে পরীক্ষা দিয়েছেন! প্রায় আধাঘণ্টা সময় অতিবাহিত হওয়ার পর পরীক্ষা কক্ষের কর্তব্যরত বাংলা বিভাগের প্রভাষক পিযুষ কান্তি রায় ভুয়া পরীক্ষার্থীদের শনাক্ত করে, কলেজ প্রশাসনকে অবহিত না করে ছেড়ে দেন এবং বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

এক পর্যায়ে গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জালিয়াতির বিষয়টি জানাজানির পর রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার শতাধিক মানুষ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর রেহবার দারাজ বলেন, পরীক্ষায় জালিয়াতির বিষয়ে বাউবি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে । উল্লেখ্য অধ্যক্ষ অতিসম্প্রতি কলেজে যোগদান করেছেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, নড়াইলের উপ-পরিচালক মতিয়ার রহমান বলেন, পরীক্ষার্থী আহাদুজ্জামান বাটু (রোল নাম্বার : ২৪-০-১১-৪৫১-০২৩), মোল্যা তানভীর রহমান (রোল নাম্বার : ২৪-০-১১-৪৫১-০২৪) এবং নাজমুল হুদা (রোল নাম্বার : ২৪-০-১১-৪৫১-০২২) গত ১১ জুলাই অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় নিজেরা অংশগ্রহণ না করে অন্যকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছেন।

 বিষয়টি নজরে আসার পর তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। লোহাগড়া সরকারি কলেজে বাউবি পরিচালিত টিউটোরিয়াল কেন্দ্র নং ৪২১ দীর্ধদিন ধরে টাকার বিনিময় এধরনের অনিয়ম করে আসছে বলে অভিযোগ রয়েছে বিশেষ করে পরীক্ষা কমিটির আহবায়ক মোঃ খায়রুজ্জামান স্থানীয় শিক্ষক হওয়ায় এ ধরণের অনিয়মের সাথে তিনি দীর্ঘদিন জড়িত বলে জানা গেছে।

এ ঘটনায় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  আবু রিয়াদ বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষায় লোহাগড়া কেন্দ্রে জালিয়াতির বিষয়টি অবগত হয়েছি। বাউবির উধ্বর্তন কর্মকর্তারা জালিয়াতির ঘটনা তদন্ত করে ওই তিন পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS