চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গঙ্গা কপোতাক্ষ (জিকে) খালের তীরবর্তী এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পানি উন্নয়ন বোর্ড।
রবিবার (৩০ জুন) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন পানি উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী জনাব আরিফ আহমেদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব আশীষ কুমার বসু।
অভিযানের আগে গত সপ্তাহে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে মাইকিংয়ের মাধ্যমে জানানো হয়। অনেকেই পূর্বেই তাদের মালামাল সরিয়ে নিলেও, কিছু অংশে দখলদারদের অবস্থান থাকায় আজ উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে আলমডাঙ্গা থানা পুলিশের সদস্যরা ও সেনাবাহিনীর একটি টহলদল।
স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও এ সময়现场ে উপস্থিত ছিলেন এবং উচ্ছেদ অভিযানের প্রতি সমর্থন জানান।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটি শহরের পাশ দিয়ে প্রবাহিত কুমার নদ ও জিকে খালপাড় থেকে অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে আন্দোলন করে আসছিল।
এ বিষয়ে নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন,
“আজকের উচ্ছেদ অভিযানের মাধ্যমে আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ হয়েছে। তবে, আমরা চাই ভবিষ্যতে যেন দখলদাররা পুনরায় জায়গা দখলের সুযোগ না পায়। এজন্য স্থানীয় পর্যায়ে সুরক্ষিত ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।”
এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হলে পরিবেশ রক্ষা ও জলাধার সংরক্ষণে তা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply