নিজস্ব প্রতিবেদকঃ দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি হয়েছেন কুড়ুলগাছি ইউনিয়নের জনপ্রিয় মুখ মামুনুর রহমান।
সুশিক্ষিত যোগ্য প্রার্থী হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর তাঁকে আগামী ছয় মাসের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এডহক) সভাপতি পদে নির্বাচিত করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক কামরুজ্জামান এর স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানা যায়।
স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসী বলেন,স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদে মো: মামুনুর রহমানের মত তরুণ শিক্ষিত সৎ যোগ্যবান সমাজসেবক নির্বাচিত হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ আনন্দিত। ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে মামুনুর রহমান বলেন, কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে চুয়াডাঙ্গা জেলার অভিভাব চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু স্যার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply