চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অনুষ্ঠিত হলো ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৪’, যেখানে কৃষির আধুনিকায়ন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়ন নিয়ে দিনব্যাপী নানা আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে এই কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এটি ২০২৪-২০২৫ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতাভুক্ত একটি গুরুত্বপূর্ণ আয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকগণ।
কর্মশালায় বক্তারা বলেন, “বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। কৃষকের ঘাম ও শ্রমেই এ দেশের কৃষি খাত আজ উন্নতির পথে। আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষির উৎপাদন বাড়ানো সম্ভব। তবে ফসলি জমির অযথা ব্যবহার, মাটি কাটা ইত্যাদি কারণে জমির পরিমাণ কমে যাচ্ছে—এটি বন্ধ করতে হবে।”
তাঁরা আরও বলেন, “কৃষকদের সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে টেকসই এবং লাভজনক কৃষির পথ সুগম করা সম্ভব। এই ধরনের কংগ্রেসে অংশগ্রহণ করে কৃষকরা আরও সচেতন ও দক্ষ হয়ে উঠবেন।”
আলোচনায় উঠে আসে উন্নত ফসল উৎপাদনের পদ্ধতি, জমির সঠিক ব্যবহার, আধুনিক কৃষি প্রযুক্তি, পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষাবাদ এবং কৃষকদের বাজারসংযোগ ও উদ্যোক্তা হয়ে ওঠার সম্ভাবনার বিষয়গুলো।
আলমডাঙ্গা উপজেলায় বর্তমানে ৮টি পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) রয়েছে, যেখানে প্রতিটিতে ২৫ জন করে কৃষক সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। আজকের কংগ্রেসে অংশ নেন উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২০০ জন প্রশিক্ষণার্থী কৃষক।
এই ধরনের আয়োজন কৃষকদের আত্মবিশ্বাস বৃদ্ধি, আধুনিক কৃষিপ্রযুক্তির সঙ্গে পরিচয় এবং ফলন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply