বৈরী আবহাওয়ায় নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ছয়জন।
শনিবার (৩১ মে) দুপুর পৌনে ৩টার দিকে ভাসানচর থেকে করিম বাজার ঘাটে যাওয়ার সময় নদীর ৩০ মিটার আগে ডোবার চর এলাকায় এ ঘটনা ঘটে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে ভাসানচর থেকে করিম বাজার ঘাটে যাত্রী নিয়ে ট্রলারটি যাচ্ছিল। বৈরী আবহাওয়ায় কারণে উত্তাল মেঘনায় করিম বাজার ঘাটের ৩০ মিটার আগে ডোবার চর এলাকায় ওই ট্রলারটি ৩৯ যাত্রী নিয়ে ডুবে যায়। এ সময় ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন। ঘটনাস্থলে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও কোস্ট গার্ড উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply