মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ফোটনের ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ফোটনের ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো এর যাত্রা- ক্রেতাদের ভালোবাসার আরেক নাম এ সি আই মটরস্- ফোটন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঢাকা অটোমোটিভ শো-২৫ এর পর্দা নামলো। এই বছরের অটোমোটিভ শো তে এ সি আই মটরস্ এর ফোটন ব্র্যান্ড তাদের আধুনিক প্রযুক্তিসম্পন্ন ফ্রিজার ভ্যান উন্মোচন করে।

এছাড়াও ফোটন এর ১ টন ,১.২ টন , ১.৫ টন এবং ৩ টন পিক-আপ প্রদর্শন করা হয়েছে তিন দিনব্যাপী এই
আয়োজনে।

কমার্শিয়াল অটোমোটিভ শো উপলক্ষে এ সি আই মটরস্ এর ফোটন ব্র্যান্ড এর ছিল আকর্ষণীয় সব অফার। ফোটন ব্র্যান্ড এর যেকোনো পিক-আপ ক্রয়েই ছিল রেফ্রিজেরেটর, স্মার্ট টিভি, স্মার্ট ফোন এর মতো আকর্ষণীয় সব উপহার।। আরো ছিল দর্শনার্থীদের জন্য মনোরজ্ঞন কার্যক্রম, গেম-শো এবং অন্য নানান আয়োজন এ সি আই মটরস্ থেকে। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল এ সি আই মটরস্ ফোটন এর প্যাভিলন।

গ্রাহকদের উচ্ছ্বসিত সাড়া এ সি আই মটরস্-ফোটন এর প্রতি তাদের আস্থারই প্রতিফলন, যা ব্র্যান্ডটির ভবিষ্যৎ পথচলাকে আরও দৃঢ় করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS